
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লীতে চলা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ও কৃষি আইন বাতিলের দাবিতে আজ বাম-কংগ্রেসের কৃষক সংগঠনগুলির উদ্যোগে আজ রেল অবরোধ কর্মসূচী পালিত হল ডুঁয়া স্টেশনে।
এদিন বেলা বারোটার কিছু পরে স্টেশন চত্বর থেকে মিছিল করে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনগুলির কর্মীরা ডুঁয়া স্টেশনে প্রবেশ করে। স্টেশনে প্রবেশ করার মুখে রেল পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও মিছিলের সামনে সেই বাধা টেকেনি।
স্টেশনে প্রবেশ করে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনের কর্মীরা রেল ট্র্যাকের উপরে শুয়ে পড়ে। এই অবরোধের জেরে ডুঁয়া স্টেশনে খড়গপুর হাওড়া লোকাল প্রায় ৩০ মিনিট আটকে থাকে।৩০ মিনিট পর পশ্চিম মেদিনীপুর জেলার বাম সংগঠনের পক্ষ অবরোধ তুলে নেওয়া হয়।
তবে আজ ৩০ মিনিটে অবরোধ তুলে নিলেও অবিলম্বে কৃষি আইন বাতিল না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে আন্দোলনকারীরা।