ক্রমাগত নিত্য প্রয়োজনীয় সরঞ্জামের মূল্যবৃদ্ধি,প্রতিবাদে বাইকে র‍্যালি তৃণমূলের। – মেদিনীপুরের খবর

Breaking News

ক্রমাগত নিত্য প্রয়োজনীয় সরঞ্জামের মূল্যবৃদ্ধি,প্রতিবাদে বাইকে র‍্যালি তৃণমূলের।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমুলের বাইক র‍্যালি

নিজস্ব সংবাদদাতা:কৃষি আইনের বিরোধিতা সহ পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক র‍্যালি আয়োজিত হলো কেশিয়াড়ীতে। শনিবার কেশিয়াড়ী ব্লক কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস এই রেলির আয়োজন করে।এদিনের এই বাইক র‍্যালি ‘জঙ্গলকন্যা সেতুর কাছ থেকে শুরু হয়ে হাতিগেড়িয়া হয়ে বিনন্দপুর’ এলাকায় এসে শেষ হয়।

‘খেলা হবে’ ডিজে বাজিয়ে কয়েকশো বাইক আজকের এই র‍্যালিতে অংশগ্রহন করে ।একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বাইক মিছিল কার্যত নির্বাচনী প্রচার মিছিলে রুপ নেয়। বলা যায় ভোটের প্রস্তুতি মিছিল শুরু করে দিল কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস ।

সম্প্রতি ‘খেলা হবে’ স্লোগান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার রাজনীতিতে।এদিনের এই বাইক র‍্যালির নেতৃত্ব দেন ‘কিষাণ খেতমজুর’, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী , জেলা পরিষদের শিখ্যা কর্মাদখ্যা মামনী মান্ডী,ব্লকের তৃনমূল নেতৃত্ব সুকুমার মিশ্র,তারাশঙ্কর পাত্র সহ অনেকেই।

র‍্যালি শেষে ফটিকরঞ্জন পাহাড়ী বলেন,’খেলা তো হবেই, যারা সার বছর খেলে তারাই তো খেলবে।আর বাকিরা মাঠের বাইরে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *