
নিজেস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি দীর্ঘদিন করোনার কারণে সমস্ত গেট বন্ধ করে রেখেছে।এমনই অভিযোগ তুলে খড়গপুর আইআইটির বন্ধ থাকা গেট গেটগুলি খোলার দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করলো স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, দোকানদার, প্রাক্তনী সহ শিক্ষক শিক্ষিকারা।
তাদের দাবি,রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ খুলে গেছে, কিন্তু খড়গপুর আইআইটির এখনো খোলেনি।প্রতিষ্ঠান না খোলায় তার মেন গেট ও গত ১১মাস ধরে বন্ধ রয়েছে,যার ফলে গোটা এলাকা শুধুই নয় পার্শ্ববর্তী একাধিক এলাকা যাতায়াত এর সমস্যার মধ্যে পড়েছে।প্রতিষ্ঠান না খুললেও গেট খুলতে বাধ্য খড়গপুর আইআইটির।কারণ মেন রাস্তাটি রাজ্য সরকারের অন্তর্ভুক্ত।আইআইটির কর্তৃপক্ষ হাজার হাজার টাকা খরচ করে নিরাপত্তা রেখেছে, আর সাধারণ মানুষের যাওয়া আসার ব্যবস্থা করতে পারছে না!’