
নিজেস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের বুড়ামালা এলাকায় চলতি মাসের ৮ই ফেব্রুয়ারি শালবনি ট্যাকশালের অরবিন্দ সিংহ রায় নামে এক ঠিকাদার খুন হয়েছিল।
খুনের পর গাড়ি থেকে দেহ উদ্ধার করেছিল খড়গপুর লোকাল থানার পুলিশ।খুনের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল খড়্গপুর থানার পুলিশ। বেশ কয়েকবার চেষ্টা করেও হাতের নাগাল থেকে বেরিয়ে যায় অভিযুক্ত রাজকুমার যাদব।এর মধ্যেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে অভিযুক্ত অসমে গা ঢাকা দিয়ে আছে।
কিন্তু এবার শেষ রক্ষা হলো না।খবর পেয়েই গতকাল রাতে আসাম থেকে রাজ কুমার যাদব নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ খড়্গপুর থানার বিশেষ প্রতিনিধি দল।। আজ তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।