
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:’জিজ্ঞাসাবাদ যদি কেউ এড়িয়ে যায়,তাহলে বুঝতে হবে ডালমে কুছ কালা হ্যায়’। নাম না করে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যাকে খোঁচা দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এক বিজেপি কর্মীর স্মরন সভায় উপস্থিত হয়ে তিনি এমনই মন্তব্য করেন। তিনি বলেন সিবি আই নোটিস পাঠালে বা জিজ্ঞাসাবাদ করলেই সে দোষী হয় না। কিন্তু যদি জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তাহলে ডালমে কুছ কালা হ্যায়। উনি সামনে থেকে প্রমান করুক,উনি কয়লা পাচার কান্ডে জড়িত নন।আমার মনে হয়না উনি তা পারবেন।আর এটা নিয়ে ওনারা বার বার রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছেন। তা সঠিক নয়। সিবি আইয়ের মনে হয়েছে,তাই তারা তাদের কাজ করছে