
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:গত ১১ই ফেব্রুয়ারি শিক্ষা ও কাজের দাবিতে SFI , DYFI সহ ১০টি ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়।সেই নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জে মৃত্যু হয় DYFI যুবনেতা মইদুল ইসলাম মিদ্দার।আহত হয় শতাধিক ছাত্র সংগঠনের সদস্য।
মৃত ছাত্রনেতার মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে ও নিখোঁজ দীপক পাঁজা কে ঘরে ফেরানোর দাবীতে বামফ্রন্ট এর বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে মিছিল ও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম সংগঠন ও তার কর্মীরা । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।অবশেষে প্রশাসনের আশ্বাসে বনকর্মীরা বিক্ষোভ তুলে নেই।
প্রসঙ্গত,৫দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানে DYFI যুবনেতা মইদুল হোসেন মিদ্দা।তারপর থেকেই উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি।বনকর্মীদের কিছুটা সান্তনা দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মইদুলের স্ত্রীকে সরকারি চাকরির প্রস্তাব ও দেওয়া হয়েছে।কিন্তু কর্মী মৃত্যু নিয়ে এত সহজে পুলিশ ও সরকার কে ছাড়তে নারাজ বামনেতারা।মৃত্যুর উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিমান বসুর।