
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা,লাগাম ছাড়া পেট্রোল,ডিজেল এবং অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং কৃষক বিরোধী কালো কৃষি আইনের প্রতিবাদে দিনভর বিক্ষিভ কর্মসূচি পালন করলো তৃণমুল।গোটা মেদিনীপুরের বিভিন্ন অংশে চললো এই বিক্ষোভ।কোথাও বা সাধারন মানুষ কোথাও বা নেতারা মিলে কর্মসূচি পালন করলো।
গোপীবল্লভপুর-২নং ব্লকের খাড়বান্ধি-৬নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাড়বান্ধি অঞ্চল জুড়ে হলো “প্রতিবাদ মিছিল”৷ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক,ব্লক যুব সহ-সভাপতি তাপস দণ্ডপাট,ব্লক যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ নায়েক,খাড়বান্ধি অঞ্চলের সভাপতি দুলাল মাণ্ডি,খাড়বান্ধি অঞ্চলের যুব সভাপতি চঞ্চল মাহাত সহ ব্লক,অঞ্চল ও বুথ নেতত্বগণ৷
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায় একটি জনসভা করলেন প্রাক্তন পুলিশ আধিকারিক তথা তৃণমূল নেতা হুমায়ুন কবীর।জনসভার মূল বক্তব্য ছিল,কেন্দ্রীয় সরকারের কালা কানুন, কৃষি আইন প্রত্যাহার ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর- বেলদা রাজ্য সড়ক পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবরোধ করা হয়। এবং নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।