
নিজস্ব সংবাদদাতা,ডেবরা: মোবাইল টাওয়ারের সিকিউরিটি রুম থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা মৃতদেহ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার শ্রীরামপুর এলাকার, ৬ নম্বর জাতীয় সড়কের ধারে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডেবরা থানার পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর এলাকায় জাতীয় সড়কের পাশে,একটি মোবাইল টাওয়ার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আজ বিকেলে টাওয়ার কর্তৃপক্ষ টাওয়ারে কাজের এসে ,সিকিউরিটি রুম খুলতেই এক ব্যক্তির প্লাস্টিকে মোড়া কঙ্কালসার-পচাগলা মৃতদেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় ডেবরা থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে,মৃতদেহের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খুন? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তা ময়নাতদন্তের পর জানাযাবে। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।