
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:সারা রাজ্যের সাথে সাথে রবিবার পশ্চিম মেদিনীপুরেও আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হলো তৃণমূল কংগ্রেসের আরও এক নতুন কর্মসূচি “বাংলা নিজের মেয়েকেই চায়”।
এদিন খড়গপুরের ২০ নং ওয়ার্ডের তৃণমুল কার্যালয়ে এই নতুন কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য তৃণমূলের নির্দেশে প্রকাশ করা হলো এই নতুন কর্মসূচি”বাংলা নিজের মেয়েকেই চায়”।
একুশে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই কোনো না কোনো নতুন কর্মসূচি শুরু করেছে।কিছুদিন আগেই ‘খেলা হবে’ গান নিয়ে উথাল পাতাল রাজ্য রাজনীতি।তার মধ্যেই নতুন ভোট কৌশল তৃণমুলের “বাংলা নিজের মেয়েকেই চায়”।কিছুদিন আগেই প্রকাশ্যে জনসভায় ‘বহিরাগত’প্রসঙ্গ তুলেছিলেন মমতা ব্যানার্জী।সেই সূত্র ধরেই এবার তৃণমুলের আবার এক ‘মাস্টারস্ট্রোক’।তবে এই ‘মাস্টারস্ট্রোক’ নির্বাচনে কতটা সঙ্গ দেবে ঘাসফুলের এখন সেটাই দেখার।