
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুরের তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে ” বাংলা নিজের মেয়েকে চায়” মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে তৃনমূল কলগ্রেসের এই নতুন কর্মসূচী পালন করা হল।
এদিন এই স্লোগানের মধ্যদিয়ে আগামী বিধানসভা নির্বাচনে এলাকায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান সৌমেন বাবু।এদিন তমলুকের এই বিশেষ কর্মসূচীতে গতকাল বিজেপির কোলাঘাটের সভায় শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, কিছু পাকিস্থানী রয়েছে এলাকায়,তারা পোষ্টার ছেঁড়ে এলাকায়’।
এই প্রসঙ্গে মন্ত্রী সৌমেন মহাপাত্র রীতিমতো সমালোচনা বলেন,’কোন পাকিস্তানি এলাকায় নেই।আর যদি কেউ অনুপ্রবেশকারী প্রবেশ করে তা কেন্দ্র সরকারের দুর্বলতা।শুভেন্দু মানুষের নজরে আসতে এসব ভুল মন্তব্য করছে ।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন অখিল গিরি,ফিরোজা বিবি,বিপ্লব রায় চৌধুরী, দীপেন্দ্র নারায়ন রায়,সহ একাধিক তৃনমূল জেলা নেতৃত্ব।