
নিজস্ব সংবাদদাতা:তৃণমূলের বাইক মিছিল চলাকালীন মিছিলের শেষে দিকে থাকা বাইক আরহীকে ডাম্পারের ধাক্কা।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেলদা গ্রামীন হসপিটালে।
নির্বাচন এগিয়ে আসতেই জোরদার প্রচার কর্মসূচিতে নামার লক্ষ্যে শনিবার খাকুড়দার জোকুয়া থেকে বেলদা পর্যন্ত প্রায় হাজার দেড়েক বাইক নিয়ে একটি মিছিল সংঘটিত করে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।যার সামনের সারিতে হুডখোলা জিপে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ ব্লক সভাপতি মিহির চন্দ্ জেলানেতৃত্ব সূর্যকান্ত অট্টরা।
মিছিলটি খাকুড়দার জোকুয়া থেকে বেলদার দিকে যাওয়ার সময় অর্জুননিতে মিছিলের শেষের দিকে একটি ডাম্পার আচমকাই ঢুকে আসে।এবং মিছিলে থাকা দু জন বাইক আরোহীকে ধাক্কা মারে।আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাদেরকে বেলদা গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়।