
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর সহ মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বাগপোতা গ্রামে, অভিযোগের তির তৃণমূলের দিকে।
বিজেপির অভিযোগ গতকাল রাতে বেশ কিছুদূর তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডবের পাশাপাশি মারধর করে বলে অভিযোগ। মারধরের ঘটনায় রেহাই পায়নি পরিবারের মহিলারাও,।
প্রসঙ্গত নির্বাচনের দিন ঘোষণা করার আগেই কেশপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার আগেই এই ধরনের ঘটনায় যথেষ্ট উত্তেজনা সমগ্র এলাকায়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।