‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতাল হলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে’,হুমকি জয়েন্ট অ্যাকশন কমিটির। – মেদিনীপুরের খবর

Breaking News

‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতাল হলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে’,হুমকি জয়েন্ট অ্যাকশন কমিটির।

জয়েন্ট অ্যাকশন কমিটির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:ডঃ বিধান চন্দ্র রায়ের নাম ছাড়া অন্য কোন নাম হলে ভেঙ্গে গুড়িয়ে দেবে সেই ফলক। আইআইটিতে মিছিল করে এমনটাই জানিয়ে দিলেন জয়েন্ট একশন কমিটি।

প্রসঙ্গত,খড়গপুর আইআইটি বলরামপুরে ২৫০ কোটি টাকা খরচ করে ৭৫০ শয্যার বি.সি রায় ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ হসপিটাল হওয়ার কথা ছিল। কিন্তু আই আই টি কর্তৃপক্ষ এখন হসপিটালিটির নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিকেল সাইন্স এন্ড রিচার্জ করবে। হসপিটালের নাম বদলানোর কথা শুনে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

সেই কারণে আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বিজেপি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে। জয়েন্ট একশন কমিটির পক্ষ থেকে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *