
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,সেই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে মাতৃভাষা উদযাপন কমিটির উদ্যোগে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জানা গিয়েছে বসে আঁকো প্রতিযোগিতা এবং তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,যুবনেতা সাগর মন্ডল সহ একাধিক বিশিষ্ট বর্গ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে এলাকাবাসীর মধ্যে।