
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: সরস্বতী পুজো উপলক্ষে বেলদা ক্লাবের উদ্যোগে চার দিন ধরে চলে নানা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন। শেষ দিন অর্থাৎ শুক্রবার রাত্রে ক্লাবেরই উদ্যোগে আয়োজন করা হল গন বিবাহের অনুষ্ঠান।
এদিন আট জোড়া যুবক-যুবতীদের বিবাহ দেওয়া হয়েছে ক্লাবের উদ্যোগে। ক্লাবের পক্ষ থেকে নব দস্পতিদের দেওয়া হল বিভিন্ন উপহারও। রীতিমত বিয়ে বাড়ির আয়োজনে ব্যান্ড বাজিয়ে, টোটোতে ফুল সাজিয়ে এলাকায় ঘোরানো হলো এই নব দম্পতিদের।
অভিনব এই বিয়ের আয়োজনকে তারিয়ে তারিয়ে উপভোগ করল এলাকার উৎসুক মানুষজন।বিগত কয়েক বছর ধরেই এ ধরনের গণবিবাহের আয়োজন করে থাকে বেলদা ক্লাব।
এবছরও আট জোড়া যুবক-যুবতীর বিবাহের আয়োজন করেছে বেলদা ক্লাব। তাঁদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ। নব দম্পতিরাও পরিনয় সূত্রে নিজেদের আবদ্ধ হতে পেরে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।