
ঝাড়গ্রাম ও মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তায় যানজট, ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ।যতক্ষণ না পর্যন্ত স্হায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর:মেদিনীপুর ঝাড়গ্রাম মেন রোড অবরুদ্ধ। যোগাযোগ বিচ্ছিন্ন।গত কয়েক দিন ধরে টানা দলমার হাতির দল চড়াও হচ্ছে লালগড় থানা এলাকার আঁধারজোড়া, রাশমন্ডল, ভৈরবকুন্ডু, শালচাতড়ি সহ লাগোয়া গ্রাম গুলিতে।
রোজ ই কয়েকটা করে ঘড় ভাঙছে।
জমির ফসল নষ্ট হচ্ছে।
দীর্ঘদিন ধরে হাতি গুলিকে তাড়ানোর দাবি করছে স্থানীয় গ্রামবাসীরা। শনিবার রাতে হাতির দল শালচাতুড়ি,রাশমন্ডল গ্রামে বাড়ি ভাঙে এবং ফসল নষ্ট করে। প্রতিবাদে বৈতা অঞ্চলের গ্রামবাসীরা রাশমন্ডল এলাকায় পথ অবরোধ শুরু করেছে।