পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছালো ২৬০০০টি করোনা ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছালো করোনার ভ্যাকসিন। কলকাতা থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ভ্যাকসিন ঢুকলো জেলা স্বাস্থ্য ভবনের মেডিকেল স্টোর রুমে। বিশেষ কোল্ড চেনের ব্যবস্থা সংরক্ষিত করে রাখা হচ্ছে ভ্যাকসিন গুলি। জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আপাতত আজকে ২৬০০০ ভ্যাকসিন পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছে। আগামীকাল থেকে জেলার তিনটি মহাকুমার মোট ২১ টি গ্রামীণ হাসপাতালে আগামীকাল পৌঁছে দেওয়া হবে এই ভ্যাকসিন।
এছাড়াও তিনটি মহকুমার সদর শহরে এই ভ্যাকসিন দেওয়া হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মেদিনীপুর ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ঘাটাল মহকুমা হাসপাতাল ও খড়গপুর মহাকুমা হাসপাতাল মিলিয়ে জেলার মোট ২৫ টি কেন্দ্র থেকে আগামী ১৬ তারিখ সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তার চিকিৎসকসহ প্রথম সারির করোনা যোদ্ধাদের।