প্রায় ৪ ফুটের চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলদায়
নিজস্ব প্রতিবেদন, জালে জড়িয়ে থাকা অবস্থায় প্রমাণ সাইজের বিশাল একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলদায়। মঙ্গলবার বেলদার সত্যনারায়ণ মন্দিরের পাশে এক ব্যক্তির বাড়ির সামনে বাগান ঘরে রাখা জালে জড়িয়ে পড়ে ঐ বিষধর চন্দ্রবোড়া সাপটি।
সাপটি দেখার কিছুক্ষন পরে খবর দেওয়া হয় বেলদা ফরেস্ট রেঞ্জ অফিসে। সেখান থেকে হিজলী রেঞ্জ অফিসে খবর দিলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে হিজলী ফরেস্ট রেসকিউ সেন্টারের নিয়ে যায়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায় বন দফতর। জানা গিয়েছে, সাপটি ওজনে প্রায় ২ কেজি লম্বায় প্রায় ৪ ফুট।