করোনা আবহে রক্তের সংকট মেটাতে রক্তদান করতে এগিয়ে এল খড়গপুরের এক প্রতিবন্ধী ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদন, আজ করোনা আবহে রক্তের সংকট মেটাতে খড়গপুর আস্তরণ প্রতিবন্ধী ফাউন্ডেশন এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হল। এই শিবিরের আয়োজন করেছেন কয়েকজন প্রতিবন্ধী মিলে। প্রতিবন্ধীদের এই উদ্যোগ সকলকে বেশ ভালো বার্তা দিয়েছে।
কমিটির সদস্যরা জানান, এদিনের এই শিবিরে শুধুমাত্র প্রতিবন্ধীরা রক্তদান করেন। আজ প্রায় ৩০ জন রক্ত দাতা রক্ত দাম করলেন।