রক্তস্নাত সূর্যোদয়ের শহীদ স্মরণে নন্দীগ্রামের একটি স্কুলে বিশাল সমাবেশের আয়োজন
নিজস্ব প্রতিবেদন, ২০০৭ সালের ১০ নভেম্বর রক্তস্নাত সূর্যোদয়ের ১৩ তম বর্ষ পূর্তিতে শহীদ স্মরণে নন্দীগ্রাম তেখালি গোকুলনগর স্কুল মাঠে বিশাল সমাবেশ আয়োজন করেন নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমেটি। উক্ত দিনে সেখানে দলীয় পতাকা কিংবা মমতা ব্যানার্জির সিম্বল লোগো ছাড়াই জনসভার আয়োজিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শ্রী শুভেন্দু অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন শহীদ জননী বিধায়িকা ফিরোজা বিবি, তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারি, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব।
সমাবেশে উপস্থিত ছিলেন কর্মী-সমর্থকেরা। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু, দোলা সংসদ তথা শুভেন্দুর পিতা শিশির অধিকারীর মতন নেতৃত্বরা। মঞ্চে উঠে শুভেন্দু অধিকারী বলেন, “আমি যখন নন্দীগ্রামে আছি আগাম বলে যাই পরবর্তী কর্মসূচির কথা। ২০০৩ সালের গল্প নতুন গল্প নয় চেনা বামুনের পৈতা লাগে না। এই আন্দোলন কোন ব্যক্তির নয়, যারা সংবাদ-মাধ্যমে লোকেরা রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন শুভেন্দু কোন দিকে যাবেন তাদের বলি একটি পবিত্র প্ল্যাটফর্ম এখানে রাজনীতি করবো না। ১৩ বছর পরে নন্দীগ্রামের কথা এবার মনে পড়েছে। শুভেন্দু অধিকারীর প্রতিটা কথায় জয় নন্দীগ্রাম ধ্ব