পঃমেদিনীপুরের হাদিরা এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশাল জনাসভার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের হাদিরা এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশাল জনাসভার আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী অভিনেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জি আসার কথা ছিল সেই স্থানে। কিন্তু তিনি না আসায় বিক্ষুব্ধ হয়ে পড়েন সেসকল কর্মীরা।
সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় উক্ত স্থানে। এই প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তারা ভট্টাচার্য জানান, “লকেট দিদির আসার কথা ছিলো, না আসায় আমাদের কর্মীদের মধ্যে ক্ষোভ হয়েছে। পরর্বতীতে এই মাঠে সভা হলে সেখানে লকেট দিদি উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।