সাত সকালে পশ্চিম মেদিনীপুরে বড়োসড়ো দুর্ঘটনা, একটি ট্রাকে আচমকা আগুন
নিজস্ব প্রতিবেদন, সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকায় বড়োসড়ো দুর্ঘটনা। জানা যায়, ৬০ নম্বর জাতীয় সড়কের আজ সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে হঠাৎ করে ট্রাকে আগুন লেগে যায়। যদিও কারোর প্রাণহানির খবর নেই।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ট্রাকের চালক ও খালাসী আগুন দেখতে পেয়ে যেন তেন প্রকারে ট্রাক থেকে লাফিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচায়। কিন্তু দেখতে দেখতে পুরো ট্রাকে আগুন লেগে যায়। স্থানীয় পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল কর্মী আসার আগেই পুরো ট্রাক আগুনে পুড়ে যায়। পরে দমকলের গাড়ি এলে দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনে।