স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল খোলার দাবিতে মেদিনীপুরে সভার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল খোলার দাবিতে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে আজ সন্ধ্যায় সভা করল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। সভায় ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরাও।
সমিতির পক্ষ থেকে সভার মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়, “যেখানে পর্যায়ক্রমে হাটবাজার, পার্ক, বিনোদন কেন্দ্র, সিনেমা, শপিংমল খোলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল মিছিল মিটিং সভা করছে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা হচ্ছে না কেন?” তাঁদের দাবি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, অথচ স্কুল গুলি খুলছে না রাজ্য সরকার। একই সাথে সমিতির পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষানীতির তীব্র বিরোধিতা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সমিতির পক্ষে তপন দাস, দীপক পাত্র সহ অন্যান্যরা।