৭ ডিসেম্বর মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর জনসভার সাফল্যের উদ্দেশ্যে কেশপুরে মিছিলের আয়োজন
নিজস্ব প্রতিবেদন, ৭ ডিসেম্বর মেদিনীপুর সফরে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জনসভাকে সফল করার জন্য বৃহস্পতিবার তৃণমূল নেতা মহম্মদ রফিকের নেতৃত্বে কেশপুরে বিশাল মিছিলের আয়োজন হয়।
এদিনের মিছিলে কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। মিছিলে উপস্থিত রফিক জানান, কেশপুরের মানুষকে সিপিএমের সন্ত্রাস থেকে মুক্ত করেছিলেন নেত্রী মমতা ব্যানার্জি। তাই কেশপুরে র মানুষ শপথ নিয়েছেন যে তাঁরা দিদির সঙ্গেই থাকবেন।