ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতার
নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘড়ি এক নাম্বার অঞ্চলের চাদাপাল গ্রামে অনুষ্ঠিত হল আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতার। এদিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে, যেখানে বৃষ্টির দিনে চরম ভোগান্তিতে পড়তে হত নিত্যযাত্রীদের। সাঁকরাইলের কুবদা এলাকার সেই মাগুর গাডিযা নামে পরিচিত কালভার্ট, এদিন বাইক রেলির মাধ্যমে প্রদর্শন করেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা এবং ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি। তার সাথে সাথে ফুটবল খেলার উদ্বোধন করেন বিজেপি সাংসদ কুনার হেমরম ।
এদিন মঞ্চে যখন উপস্থিত হন সাংসদ কুনার হেমব্রম সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা, তখনই ইলেক্ট্রিসিটি চলে যায়। আর সেই ইলেক্ট্রিসিটি চলে যাওয়ার কারণ নিয়ে সরাসরি রাজ্য সরকারকে কড়া আক্রমণ বিজেপি নেতা ভিক্টর মাহাতোর। রাজ্য সরকারের নেতৃত্বদেরকে উদ্দেশ্য করে মন্ডল সভাপতি ভিক্টর মাহাতো বলেন, “আজকের এই জায়গায় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ও একটি সভার আয়োজন করা হবে তা জানা ছিল ওদের। আর সেই কারণেই বিদ্যুৎ দপ্তর থেকে সারপ্রাইজ করা হয়েছে তাদেরকে। সভা হবে বলেই ইচ্ছা করে বন্ধ করা হয়েছে বিদ্যুৎ”।