নেতাজি জন্মদিন উপলক্ষে গ্রামীণ উৎসব উজ্জাপন হল খড়্গপুরে
নিজস্ব প্রতিবেদন, আজ খড়্গপুরে নেতাজি জন্মদিন উপলক্ষে গ্রামীণ উৎসব (ঝিলিঙ্গা) উজ্জাপন হল। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ডক্টর সৌমেনকুমার মহাপাত্র। এদিন মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ডক্টর সৌমেনকুমার মহাপাত্র। পাশাপাশি এদিন পদযাত্রাও হয়।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সেক সবেরাতি, খড়গপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তৃষিত মাইতি, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সহ-সভাপতি শিবশং করদাস, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সমীর ভঞ্জ, খড়গপুর টু ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সনাতন বেরা। পাশাপাশি গরিব দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন সভাপতি তৃষিত মাইতি ও ডক্টর সৌমেনকুমার মহাপাত্র।