খড়গপুর ৬০ নম্বর জাতীয় সড়কে মেটাডোরে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদন, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ৬০ নম্বর জাতীয় সড়কে মেটাডোরে ভয়াবহ আগুন। আগুনে গাড়ির একাংশ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা খবর পৌঁছায় খড়গপুর লোকাল থানায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকলবাহিনী আগুন নেভায়। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ৬০ নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হয় যানজট। অবশ্য কিছুক্ষণ পরেই প্রশাসনের সাহায্যে যানজট কেটে যায়। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই।