দাঁতাল হাতির শুঁড়ে জড়িয়ে আছড়ে মৃত্যু হল এক গ্রামবাসীর
নিজস্ব প্রতিবেদন, ঝাড়খণ্ডের জঙ্গলে দলমার দাঁতাল হাতির তান্ডব। হাতি দেখতে গিয়ে হাতির দাপটে মৃত্যু হল বৈদ্যনাথ হেমব্রম নাম এক ব্যক্তির। জঙ্গলে হাতির উপস্থিতি খবর পাওয়ার পরই ভিড় জমে সেখানে গ্রামবাসীদের। আর সেই গ্রামবাসীদের মধ্যেই উপস্থিত ছিল এবিনপুর থানার সারগাশুলির বাসিন্দা বৈদ্যনাথ হেমব্রম (বয়স ২৭)।
হাতি দেখতে গিয়ে হাতির কাছে চলে যায় বৈদ্যনাথ বাবু। হাতির হামলাতেই মারা যায় বৈদ্যনাথ। হাতি দেখার সময় হাতির খুব কাছাকাছি চলে যায় বৈদ্যনাথ বলে জানান অন্যান্য গ্রামবাসীরা। বাকি সবাই পালাতে পারলেও বৈদ্যনাথকে একটি হাতি শুঁড় দিয়ে আছাড় মেরে থেঁতলে দেয়। ঘটনাস্থলেই মারা যায় বৈদ্যনাথ। জঙ্গলে ৭ টি দাঁতাল রয়েছে বলে দাবি গ্রামবাসীদের। বৈদ্যনাথের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বদ্যনাথ বাবুর মৃত্যতে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেবে বনদফতর, এমনটাই জানা গিয়েছে।