করোনা পরিস্থিতিতে ডেবরা বাজারের পথশিশুদের জন্য অভিনব কর্মসূচি গ্রহণ
নিজস্ব প্রতিবেদন, করোনা ভাইরাস রুখতে শুরু হয়েছিল লকডাউন। আর সেই লকডাউন শুরু হওয়ার পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার এলাকায় বেশ কিছু পথ শিশুদের বাস হয়েছে। রাস্তায় হাত পেতে যা পায় তা নিয়েইচলে জীবন। কখনো বিস্কুট, কখনও একটু ভাত জোটে তাদের পেটে। কেউ আবার পয়সা না দিয়ে মুড়ি বা কেক কিনে দিলেই, তা দিয়ে পেট ভরত তাদের।
তবে কোনো দিন পেট ভরে কিছু পেত না তারা। তাদের খিদে মেটাতে ডেবরা বাজারের কয়েকজন ব্যক্তি তাদের পেট ভরে মাংস, ভাত খাওয়ালো। আর তাতে বেজায় খুশি তারা। এই পরিস্থিতিতে অন্তত একটা দিন তো পেট ভরে খেলো তারা। সঙ্গে ছিল ডাল, সব্জি ও মিস্টিও। ডেবরা সংলগ্ন এলাকার বাসিন্দা এবং রাজনৈতিক ব্যাক্তিক্ত মন্তাজ আলি, আনোয়াল আলি, ছোটু আলিদের উদ্যোগে এই কর্মসুচী। উদ্যক্তাদের দাবী, “আমরা আজ আমরা বেশ কয়েকজন মানুষের সহযোগিতা নিয়ে প্রায় ৫০ জন পথ শিশুদের খাইয়েছি। আমরা তো সারা বছর ভালো মন্দ খেয়ে থাকি। কিন্তু ওদের কথা মাথায় রেখে আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা সবার সহযোগিতা পেলে এই কর্মসুচীকে আরো এগিয়ে নিয়ে যাবো”।