নিয়ন্ত্রণ হারিয়ে চিপস বোঝাই লরি ঢুকে পরে জাতীয় সড়কের পাশে থাকা এক দোকানে
নিজস্ব প্রতিবেদন, চিপস বোঝাই লরির চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরে জাতীয় সড়কের পাশে থাকা দোকানে। রাস্তার উপর পাল্টি খায় লরিটি। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল এক যুবক। সেখানে যুবকের নতুন বাইক ভেঙে গুঁড়িয়ে গেল। রবিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে নারায়ণগড় এর বাখরাবাদ এলাকাতে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, লরিটি খড়্গপুরের দিক থেকে চিপস ভর্তি করে উড়িষ্যার দিকে যাচ্ছিল। বাখরাবাদ মোড়ে হঠাৎ লরির সামনের চাকা ফেটে যায়। লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুত গতিতে থাকা লরিটি ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় দোকানে কেউ না থাকায় কোনোও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে জাতীয় সড়কের পাশে এক যুবক বাইক দাঁড় করিয়ে সেসময় চায়ের দোকানে গিয়েছিলেন। লরি ধাক্কায় বাইকটি পুরো ভেঙ্গে গুড়িয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান বাইক আরোহী। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করে।