বহু জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দুর বিধায়কের পদ থেকে ইস্তফা
নিজস্ব প্রতিবেদন, বহু জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে একাধিক সরকারি অনুষ্ঠানসহ তৃণমূলের দলীয় প্রোগ্রাম দেখা যাচ্ছিল না শুভেন্দু অধিকারীকে। এরপর নিজের নিরাপত্তারক্ষী সহ মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছিল গোটা রাজনৈতিক মহলে।
যদিও জল্পনার মাঝেও রাজনৈতিক মঞ্চে বহুবার বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর গলায়। তা নিয়েও রীতিমতো চুল ছেড়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজনৈতিক বিশ্লেষণকারীদের। শেষমেশ কি দল পরিবর্তন করতে চলেছে শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা উঠেছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার মাঝেই বুধবার বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। যা রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষণকারীদের।