প:মেদিনীপুরে আয়োজিত এক ছটপুজোর অনুষ্ঠানে সামিল অজিত মাইতি, দিনেন রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গরা
নিজস্ব প্রতিবেদন, করোনা আবহের মধ্যে পশ্চিম মেদিনীপুরে ছটপুজো উদযাপন। মেদিনীপুরের কংসাবতী নদীর ধারে শুক্রবার ছটপুজো সেবা সমিতির উদ্যোগে ও কোতওয়ালী থানার সহযোগিতায় ছটপুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা আবহে সমস্ত নিয়ম মেনে সেই অনুষ্ঠানের আয়োজন হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলাপরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দিনেন রায়, নির্মাল্য চক্রবর্তী, বিশ্বনাথ পাণ্ডব, কোতোয়ালি থানার আইসি পার্থপ্রতিম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে ছটপুজো পালনের উদ্দেশ্যে এবং তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দরা।