হাইকোর্টের নির্দেশ মতো মাইকিং করে সকল প্রকার বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি
নিজস্ব প্রতিবেদন, হাইকোর্ট-এর নির্দেশ মতো পশ্চিম মেদিনীপুরে মাইকিং করে সকল বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে যে, যেকোন ধরনের বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ এবং আইনবিরোধী।
পাশাপাশি যদি কোনও বাজি বিক্রি হয় তাহলে পুলিশ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। গতকাল শহরের সাহাভড়ং বাজারের কয়েকটি বাজি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এই অভিযানে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ কোতোয়ালী থানার আইসি পার্থ সারথী পাল ও কোতোয়ালী থানার টাউন বাবু সহ প্রচুর পুলিশ ফোর্স।