নন্দীগ্রামে শুভেন্দুর সহায়তা কেন্দ্রে হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। কার্যালয় ভাংচুরের পাশাপাশি বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়েপুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে টেঙ্গুয়া পর্যন্ত তৃণমূলের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলাকালীন স্থানীয় নন্দনায়েকবাড় এলাকায় শুভেন্দুর সহায়তা কেন্দ্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। ইতিমধ্যেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।