আবারোও বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন, বিজেপির জনসভা থেকে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার নতুনরাস্তার মোড়ে। বিজেপি কর্মীর অভিযোগ ভগবানপুরের দ্বারিমারাতে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। তবে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা সেই সভা শেষ করে বাড়ি ফিরছিল। কিন্তু নতুন পুকুরের কাছে কয়েকশো তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাঁদের (বিজেপির) উপর হামলা চালায়।
বিজেপির কর্মী-সমর্থকদের লাঠি-সোঁটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের। তাঁদের মধ্যে ভগবানপুর-১ পূর্ব মণ্ডলের কোষাধ্যক্ষ রাজু জানা- সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে ভর্তি করেন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। যদিও এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে দাবি পুলিশের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ, অন্যদিকে সমগ্র ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়।