দুর্লভগঞ্জে জায়গা দখল করে বিজেপ পার্টি অফিস করার অভিযোগ বিজেপির বিরুদ্ধেই, ঘটনাস্থলে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদন, জায়গা দখলকে কেন্দ্র করে বিজেপির নিজের লোকেদের মধ্যে বচসা। চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জে ব্যক্তিগত রায়ত জায়গা দখল করে বিজেপ পার্টি অফিস করার অভিযোগ বিজেপির বিরুদ্ধেই। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ সারেংগা রাস্তার ধারে একটি রায়ত জায়গায় মালিক ভরত দাস অধিকারী ইটের কাজ শুরু করেন। তারপর থেকেই শুরু হয় অশান্তি। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
বিজেপির পসচিম মন্ডল সভাপতি হরেরাম সিং মঙ্গলবার তাঁর লোকজন নিয়ে বাধা দিতে গেলে বেশ উত্তেজনা শুরু হয়। পুলিশে খবর দেওয়া হলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত সেই জায়গার কাজ বন্ধ রাখতে বলা হয় দুই পক্ষকেই।