বিবাদের জেরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, আগুনে পুড়ে ছাই তিনটে ঝুপড়ি
নিজস্ব প্রতিবেদন, পাড়াগত বিবাদের মাঝে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতিদের বিরুদ্ধে। আগুনে পুড়ে ছাই তিনটে ঝুপড়ি। ঘটনায় তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরের দেওয়ান নগর এলাকায়।
জানা গিয়েছে দিন কয়েক আগে এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। এরপর চোর সন্দেহে এলাকার সেখ ভলুর পরিবারকে চিহ্নিত করে এলাকার কয়েকজন মাতব্বর। সোমবার রাতে শালিসি সভার নামে তাদের অন্য জ্যায়গায় আটকে রেখে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় অভিযোগ। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি ঝুপড়ি। পাশাপাশি বাড়ির সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। কে বা কারা আগুন লাগালো তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।