স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার জন্য আজ মেদিনীপুরের কলেজ মাঠ প্রদর্শন করল এস পি জি-র একটি দল
নিজস্ব প্রতিবেদন, আগামী ১৯ শে সেপ্টেম্বর মেদিনীপুর কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা হতে চলেছে। আর সেই জনসভার জন্য আজ মেদিনীপুরের কলেজ মাঠ প্রদর্শন করে দেখল পুলিশ। সবকিছু ভালোভাবে খতিয়ে দেখলেন তাঁরা।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রীর জনসভা ও সফরসূচী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (এস পি জি) একটি দল আসে পরিদর্শন করতে। পাশাপাশি জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই দল। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব।