অবৈধভাবে নদীগর্ভ থেকে বালি তোলার অভিযোগ উঠল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন, অবৈধভাবে নদীগর্ভ থেকে এবং নদীপাড় কেটে বালি তোলার অভিযোগ উঠল সন্তু মাইতি সহ কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ১ নং ব্লকের কলাইকুন্ডা অঞ্চলের গুমড়িয়াপালে এরকমই কয়েকটি বালি খাদানের বিরুদ্ধে অভিযোগ জানান গ্রামবাসীরা।
তাদের বক্তব্য, নদীগর্ভে নৌকা মেশিন দিয়ে ও ফকলেন মেশিন দিয়ে নদীপাড় কেটে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। সেই কারণে আজ সকাল থেকেই চলছে খাদানে বিক্ষোভ। বন্ধ করা হয়েছে মেশিন। ঘটনাস্থলে আজ দুপুরে পুলিশ ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকরা পৌঁছে ফকলেন সরিয়ে দেয়।