দীপাবলিতে প্রদীপ, মিস্টি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আনোয়ার-মমতাজ-ছোট্টুর
নিজস্ব প্রতিবেদন, দীপাবলিতে মাটির প্রদীপ, মিস্টি, মোমবাতি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রিতীর বার্তা দিল ডেবরার আনোয়ার আলি, মমতাজ আলি, ছোট্টু আলি। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সীতেষ ধাড়া। শনিবার দীপাবলির দিনে ডেবরার বাড়াগড় ৮১ ও ৮২ নং বুথ তৃনমূল কংগ্রেসের ব্যানারে তারা প্রায় ২০০ টির বেশী পরিবারকে এই সমস্ত জিনিসপত্র তুলে দেয়।
এর মধ্যে ৮১ নং বুথে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন ১০০ হিন্দু পরিবারের হাতে এগুলো তুলে দেয়। পাশাপাশি দীপাবলির শুভেচ্ছাও জানায়। শাষক দল তৃণমূল কংগ্রেসের ব্যানারে হলেও সেই দলে সামিল হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আর এই প্রদীপ পেয়ে অনেকটাই খুশি হিন্দু ধর্মের শীতল নায়েক, মিনু নায়েক সহ অন্যান্যরা। তাদের দাবী, এনারা প্রতি বছর দীপাবলিতে প্রদীপ, মোমবাতি, মিস্টি নিয়ে আসে। এবং দূর্গাপূজোতে বাড়ীর মহিলাদের শাড়ী দিয়ে শুভেচ্ছা জানায়।এদিন জাত-পাত ভেদাভেদ ভুলে সবাই এক সাথেই কাটায় এই দীপাবলি।