গুলিবিদ্ধ তৃণমূল কর্মী অর্জুন সরকার, অভিযোগের তীর বিজেপির দিকে
নিজস্ব প্রতিবেদন, বছরের প্রথম দিনই গুলির শব্দে কেঁপে উঠল খড়গপুর শহর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মুথুরাকাটি এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী অর্জুন সরকার (বয়স ২)। গতকাল বছরের প্রথম দিনই গুলিবদ্ধ হন তিনি।
অর্জুন সরকার-এর পরিবারের দাবি, তাকে গুলি মেরে খুন করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, অর্জুন সরকার তৃণমূলের কর্মী ছিলেন। গত উপনির্বাচনে দলের হয়ে কাজ করেছিলেন তিনি। অজিত মাইতির দাবি, বিজেপির লোকেরা তাঁকে খুন করেছে। অপরদিকে বিজেপির জেলা সহ-সভাপতি গৌতম ভট্টাচার্য বলেন,এটি পুরোপুরি মিথ্যা অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে দাবি করেন গৌতম ভট্টাচার্য। ইতিমধ্যে খরগপুর টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।