জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কেশিয়াড়ি বেলাড় এলাকায় ১৫০ জন দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন
নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিধি – নিষেধ মেনে জগদ্ধাত্রী পূজা উদযাপন হচ্ছে। সোমবার কেশিয়াড়ি বেলাড় এলাকায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হল।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ১৫০ জন দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, বিশিষ্ট সমাজ সেবী প্রবিত্র শিট, ক্লাবের অন্যতম সদস্য তপন কুমার রানা, সঞ্জয় দাস সহ অন্যান্যরা।এরআগেও লকডাউনের সময় এই ক্লাব গরিব মানুষের কাছে সাহায্যের হাত বেরিয়ে দিয়েছিল। এদিন স্কুলের বাচ্ছাদের বই, খাতা পেন, পেন্সিল দেওয়া হয়। পাশাপাশি করোনা আবহে মাস্ক বিতরণ করা হয়। সাথে করোনাকালে সকল বিধি নিষেধ মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।