মুখ্যমন্ত্রীর সভার সমর্থনে খড়গপুরে মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, আগামী ৭ই ডিসেম্বর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা। এই সভার সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের সাদাতপুর এলাকায় শেখ ফিরোজের নেতৃত্বে একটি মিছিল হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ১নম্বর ব্লকের সভাপতি অমর চক্রবর্তী।
অন্যদিকে ৭ই ডিসেম্বর ‘মেদিনীপুর চলো’ নিয়ে প্রস্তুতি সভা খড়গপুর ১ নম্বর ব্লকের ওয়ালিপুর এলাকায় অনুষ্ঠিত হলো। এই সভার আয়োজন করা হল আইএনটিটিইউসি পক্ষ থেকে। উক্ত সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি নির্মল ঘোষ। তিনি জানান, মমতা ব্যানার্জির সভার সমর্থনেই এই প্রস্তুতি সভা।