পূর্ব মেদিনীপুর জেলায় নব বিজেপিতে যোগদান করা শুভেন্দুকে ঘিরে পদযাত্রার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর শহরে কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এর হিড়িক পড়ে গিয়েছে গোটা জেলাজুড়ে। জেলা সহ পার্শ্ববর্তী জেলাতেও একই ছবি ধরা পড়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ঢোলমারিতে বিজেপির পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে নব বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী। এদিন এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই মিছিলে মহিলা বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছিল। হুডখোলা গাড়িতে চেপে এই মিছিলে শামিল হলেন শুভেন্দু অধিকারী সহ তার ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডা। মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘যেভাবে মানুষজন আমাদের দিকে ঝুঁকে পড়ছে, তাতে আগামী দিনে তৃণমূল নামক কোম্পানিটা উঠে যাবে’। কার্যত এক কথায় বলে যেতে পারে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে প্রত্যেকটা সভায় বক্তব্য শোনা গেছে ভাইপোর নাম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসা আগামী নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী অসুস্থতার কামনা করলেন শুভেন্দু অধিকারী। এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এও বলেন, সৌরভ গাঙ্গুলী তাড়াতাড়ি সুস্থ হয় তার দ্রুত আরোগ্য কামনা করছি।