সাত সকালে পাঁশকুড়া সড়কে বড়সড় দুর্ঘটনা, জখম চালক সহ প্রায় ১৩ জন
নিজস্ব প্রতিবেদন, গতকাল সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা জেলার অন্যতম ব্যস্ত সড়ক ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার জানা পাড়ায়। মুখোমুখি দুর্ঘটনার কবলে হাওড়াগামী এক যাত্রীবাহী বাস সাথে বিপরীত দিক থেকে আসা এক সিমেন্ট বোঝাই ডাম্পার। গুরুতর জখম বাসের প্রায় ১০ থেকে ১২ জন যাত্রী। ডাম্পারের মধ্যেই আটকে গাড়ির চালক। স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। খবর দেয়া হয় দাসপুর পুলিশে। দুর্ঘটনার জেরে স্তব্ধ ঘাটাল পাঁশকুড়া সড়কে যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল প্রায় ৬টা নাগাদ হাওড়া যাবার পথে খুকুড়দহের আগে ঘাটাল পাঁশকুড়া সড়কের জানা পাড়ায় এক যাত্রীবাহী বাসের সাথে প্রায় মুখোমুখি সংঘর্ষ হয় পাঁশকুড়ার দিক থেকে আসা এক সিমেন্ট বোঝাই ডাম্পারের। রাস্তার মাঝেই উল্টে পড়ে ডাম্পার। বাসের এক অংশ দুমড়ে মুচড়ে যায়। ডাম্পারের মধ্যে আটকে পড়া আহত চালক ও খালাসিকে উদ্ধার করেন স্থানীয়রা। আহতদের স্থানই হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ব্যপক যানজট সৃষ্টি হয় ঘাটাল পাঁশকুড়া সড়কের যানা পাড়ায়। দাসপুর পুলিশের তরফে বিশাল পুলিশবাহিনী পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল ফের স্বাভাবিক করে। ঘন কুয়াশা না ভোরে ডাম্পারের চালকের ঘুম ঠিক কী কারণে এই ফাঁকা রাস্তায় সাত সকালেই এতবড় দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।