বিজেপি সমর্থকদের উপর হামলা-ভাঙচুর-বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
নিজস্ব প্রতিবেদন, আবারও খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। বিজেপি সমর্থকদের উপর হামলা ভাঙচুর বোমাবাজির ঘটনায় উত্তপ্ত খেজুরি থানার বোগা মোড়ো। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, বোগা মোড়ো এলাকায় বিজেপির দলীয় পতাকা উত্তোলন করার সময় জমায়েত ছিল বিজেপি কর্মী সমর্থকরা সেই সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং বোমাবাজি করে বলে অভিযোগ পাশাপাশি বেশ কয়েকটি বাইক ভাঙচুর চালায়।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটা করেছে, এমনই অভিযোগ বিজেপির। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। ঘটনায় যথেষ্ট উত্তপ্ত রয়েছে গোটা এলাকা।