কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি পূর্ব মেদিনীপুরে
নিজস্ব প্রতিবেদন, কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের কৃষি দপ্তরে। গতকাল রাত থেকে কৃষি দপ্তরের সামনে এলাকার হাজার হাজার কৃষক ভিড় জমাতে শুরু করে। সকাল ন’টার পরে সংখ্যা দাঁড়ায় প্রায় কুড়ি হাজারের বেশি। ফর্ম জমা দেওয়ার জন্য মাত্র চারদিন সময় বেঁধে দেওয়া হয়েছিল সরকারিভাবে। কাঁথি তিন ব্লকে প্রায় ৩২ হাজার কৃষক এই প্রকল্পের সুযোগ পেতে পারেন।
দেখা যায়, আচমকা আজ এক দিনেই বহু কৃষক একসঙ্গে জমা হয়। প্রথমত ভিড় সামাল দিতে নাজেহাল হয়ে যায় পুলিশ প্রশাসন থেকে স্থানীয় ব্লকের আধিকারিক। এর ফলে প্রাথমিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। গতকাল পর্যন্ত যেভাবে প্রত্যেকটি ফর্ম ভেরিফিকেশন করে দীর্ঘ সময় যাচ্ছিল জমা নিতে, গতকাল মারিশদা থানার ওসি ও কাঁথি তিন ব্লকের বিডিওর উদ্যোগে ফরম জমা নেওয়া হয়। দপ্তর পরবর্তীকালে ভেরিফিকেশন এর কাজ করবে। এর ফলে ঘণ্টাখানেকের মধ্যেই প্রায় কুড়ি হাজার কৃষকের যে লম্বা লাইন নিমেষের মধ্যে মিলিয়ে যায়।