বন্ধ রয়েছে বেলদা রেল স্টেশন, ট্রেন চালুর দাবিতে বেলদাতে গণবিক্ষোভ অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন, দীর্ঘ ৮ মাস পর ট্রেন চালু হলেও এখনও লোকাল ট্রেন চলা শুরু হয়নি দক্ষিণ-পূর্ব রেলের বেলদা খড়গপুর শাখায়। স্টেশনে কোন যাত্রী নেই। টিকিট কাউন্টারে ঝুলছে তালা। বুধবার এমন চিত্র উঠে এল বেলদা খড়গপুর শাখার বেলদা রেল স্টেশনে। ট্রেন চালু করার দাবিতে গতকাল গান্ধী পার্কে গণবিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়।
রাজ্যের বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চলা শুরু হলেও এই রুটে কোন ট্রেন না চালু হওয়ায় উদ্বিগ্ন নিত্যযাত্রীদের একাংশ। বেলদা স্টেশন থেকে লোকাল ট্রেন চালুর দাবিতে বেলদাতে একটি মিছিল করে গান্ধী পার্কে গণবিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করল ফেডারেশন অফ ট্রেড অর্গানাইজেশনের সদস্যরা। পাশাপাশি তারা জানান, তাদের এই দাবি যদি না মানা হয় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামতে পারে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।