হাতির হানায় নষ্ট বাঘার পর বিঘা পাকা ধান, আতঙ্কে চাষিরা
নিজস্ব প্রতিবেদন, ফের হাতির হানায় নষ্ট হল বহুল ফসল। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম গ্রামিনে সগড়ভাঙ্গা গ্রামের গতকাল সকালে ৪০ টি হাতির একটি দল ঢুকে পরে। বেশকিছুক্ষন ধরে তারা সেখানে তাদের দাপট দেখায়। স্থানীয়দের কাছে খবর এলে ছুতে যায় সেখানে।
তবে হাতির দল জমিনের পাকা কেটে ফেলা ধান তছনছ করে দেয় বিঘার পর বিঘা। হাতির এরূপ দাপটে চাষিদের বিপুল অঙ্কের জমি নষ্ট হয়েছে। এরূপ ঘটনায় বেশ আতঙ্কে রয়েছে চাষিরা।