এদিন বীরসা মুন্ডার 146 তম জন্মদিন পালিত হল পিংলায়
নিজস্ব প্রতিবেদন, শোষনের প্রতিবাদে উলগুলানের (বিপ্লব) উদ্গাতা অবিসংবাদী নেতা বীরসা মুন্ডার ১৪৬ তম জন্মদিন পালিত হল পিংলায়। এদিন আদিবাসী ভাই বোনেরা তাদের নিজস্ব রীতিতে নাচ-গান করে পুষ্প দ্বারা সম্মানিত করলেন জেলা পরিষদ সহ সভিধিপতি অজিত মাইতিকে।
আদিবাসীদের ভারত সরকারের শোষনের বিরুদ্ধে আন্দোলন ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদিবাসীদের উন্নয়নে সর্বত সহায়তা নিয়ে বক্তব্য রাখলেন অজিত বাবু। এরপর সাঁওতাল ভাইবোনেদের সাথে লাইনে বসে দুপুরের আহার সারলেন অজিত মাইতি।